বিদেশি চিকিৎসক দিয়ে রোগী সেবা, আয়োজক প্রতিষ্ঠানকে শোকজ
অনুমতি ছাড়া ভারত ও থাইল্যান্ডের চিকিৎসকদের দিয়ে রোগী দেখানোর অভিযোগে ‘ঢাকা ফার্টিলিটি এক্সপো’র আয়োজক প্রতিষ্ঠান ইকো এক্সপোকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়।
শনিবার (২৮ জুন) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজওয়ানুর রহমান বরাবর পাঠানো নোটিশে এ অভিযোগের ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এক্সপোতে স্বাস্থ্যসেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। ওই রাতেই নির্দেশ অমান্য করায় পুরো মেলা স্থগিতের আদেশ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘ঢাকা ফার্টিলিটি এক্সপো’ শুরু হয়েছিল বৃহস্পতিবার সকালে। আজ শনিবার ছিল প্রদর্শনীর শেষ দিন। কিন্তু উদ্বোধনের পরপরই অভিযোগ উঠে, মেলায় বিদেশি চিকিৎসকদের দিয়ে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়া হচ্ছে, এমনকি দেশের বাইরে চিকিৎসা নিতে উৎসাহিত করা হচ্ছে।
জেলা সিভিল সার্জনের পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর অনুমতি ব্যতীত বিদেশি চিকিৎসক দিয়ে রোগী দেখা সম্পূর্ণ অবৈধ। তবুও এক্সপোতে এমন কার্যক্রম চালানো হয়েছে, যা আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, কেন মন্ত্রণালয় ও বিএমডিসির অনুমতি ছাড়াই চিকিৎসাসেবা প্রদান করা হলো, তা লিখিতভাবে ব্যাখ্যা করে আগামী তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী, বিদেশি চিকিৎসকদের রোগী দেখাতে হলে বিএমডিসির রেজিস্ট্রেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি আবশ্যক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেবা দেওয়ার ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
টিআই/এমএসএ