লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন/ ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় গণপরিবহন বন্ধ থাকায় নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই এমন চিকিৎসকদের কর্মস্থলে পৌঁছানো নিয়ে শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

শনিবার (২৬ জুন) সংগঠনটির চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল ও মহাসচিব ডা. শাহ মো. জাকির হোসেন সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ৭ দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণপরিবহন (বাস/অটোরিকশা/সিএনজি/রিকশা ইত্যাদি) বন্ধ থাকবে। সেক্ষেত্রে যেসব চিকিৎসকের নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই তারা কিভাবে কর্মস্থলে পৌঁছাবেন?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরিবহনের বিষয়টির বরাবরই উপেক্ষিত হয়ে আসছে। যার ফলে ইতিপূর্বে আমরা দেখেছি চিকিৎসক-প্রশাসন ও পুলিশের মুখোমুখি অবস্থান। তাই যেকোনো ধরনের অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে চিকিৎসকদের কর্মস্থলে যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন এবং পরিষ্কার দিকনির্দেশনা সংবলিত আদেশ জারি করতে বিডিএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনে সরকারি-বেসরকারি হাসপাতাল আউটডোর খোলা থাকবে কি না এবং চিকিৎসকরা তাদের প্রাইভেট প্রাকটিস করবেন কি না এটা নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা থাকা একান্ত জরুরি।

টিআই/এইচকে