যতই দিন যাচ্ছে ততই যেন ভয়াবহ আকার নিচ্ছে ডায়াবেটিস। এতে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। চিকিৎসকরা একে ‘সাইলেন্ট কিলার’ আখ্যা দিয়েছেন। 

অজান্তেই শরীরে বাসা বেঁধে রোগটি একটু একটু করে শেষ করে দেয় তরতাজা প্রাণ। ৯৫ শতাংশ ডায়াবেটিক রোগী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন। চিকিৎসক ও গবেষকদের অবশ্য দাবি, দৈনন্দিন জীবনে কয়েকটা অভ্যাসে বদল আনলেই ডায়াবেটিসের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে।  

বলা হচ্ছে বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ। 

আরও পড়ুন  ডায়াবেটিসের রোগীর জন্য যেসব ফল উপকারী

ডায়াবেটিস আসলে এমন একটি রোগ যা কখনোই সম্পূর্ণ নিরাময় হয় না। তবে সঠিক চিকিৎসায় ও জীবনযাত্রার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস এখন যেকোনো বয়সী মানুষেরই হচ্ছে। এর জন্য ভুল খ্যাদ্যাভাস অনেকাংশে দায়ী। সুষম খাদ্য গ্রহণ করা গেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। নারীদেহে ডায়াবেটিসের প্রভাব ঠিক কীরকম- সে সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক- 

• ডায়াবেটিসের কিছু নির্দিষ্ট প্রভাব থাকলেও নারী-পুরুষ ভেদে এর কিছু লক্ষণ বেশ আলাদা হয়। অনেকে বলে থাকেন নারীদেহে সবসময়ই রোগ একটু বেশি শক্ত হয়। এছাড়া শিশু জন্মের সময় থেকেই শরীরে প্রেসার সুগার ক্লান্তি ইত্যাদি কিন্তু লেগেই থাকে। 

• ভারতীয় একটি সংবাদমাধ্যমে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা. লভনীত বাত্রা বলছেন, ডায়াবেটিসের বেশ কিছু প্রভাব নারীদেহে আলাদা এবং এর কারণ তথা লক্ষণ পর্যন্ত আলাদা। যেকোনো বয়সের মানুষকে এই রোগ আক্রান্ত করতে পারে, তবে নারীদের শরীরে এর প্রভাব তুলনামূলকভাবে বেশি। যার থেকে কিডনির সমস্যা, হার্টের গণ্ডগোল এবং আরও অনেক কিছু হতে পারে। 

• ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণের মধ্যে যেগুলো নারীদেহে বেশ সাধারণ তার মধ্যে রয়েছে- ইউরিনারি ইনফেকশন, পিসিওএস, হঠাৎ করে ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং হাতের সঙ্গে পায়ের পাতায় কোনওরকম অনুভূতি না হওয়ার লক্ষণ দেখা যায়। 

• অন্ধত্ব এবং মানসিক চাপ দুটিই এর প্রভাবে হতে পারে। তাই সতর্ক থাকুন। 

আরও পড়ুন  দিনে কতটুকু চিনি খাওয়া যাবে?

• অনিয়মিত ঋতুচক্র ডায়াবেটিসের কারণে হতেই পারে। তাই রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখতে হবে। 

• ৫০ এর নিচে যাদের বয়স তাদের একরকমের অ্যালার্জি জাতীয় রোগের সৃষ্টি হয় এর থেকে এবং কিছু ক্ষেত্রে এটি মারাত্মক পর্যায় পৌঁছে যেতে পারে।  

• এসব ছাড়া ডায়াবেটিসের আরও প্রভাব রয়েছে। সঠিক চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

এনএফ