ঢাকায় ৪৯, সারাদেশে ৬১৩ টিকাকেন্দ্র প্রস্তুত
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৭ ফেব্রুয়ারি (রোববার) থেকে সারাদেশে একযোগে টিকাদান শুরু হচ্ছে। এ লক্ষ্যে ঢাকায় ৪৯টি কেন্দ্র এবং সারাদেশে ৬১৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেল বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ২৭ জানুয়ারি (বুধবার) একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান শুরু হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকায় ৪৯টি এবং সারাদেশে ৬১৩টি টিকাকেন্দ্র প্রস্তুত রয়েছে।
অ্যাপে রেজিস্ট্রেশন প্রসঙ্গে তিনি বলেন, সকাল দশটা পর্যন্ত টিকা পেতে আগ্রহীদের নিবন্ধন প্রায় ১১ হাজার। কেউ নিবন্ধন করতে না পারলে কেন্দ্রে এসে তা সম্পন্ন করে টিকা নিতে পারবেন। শুক্র ও শনিবারের পর নিবন্ধন বাড়বে বলে আশা করছি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, আগামী ফেব্রুয়ারিতে টিকার দ্বিতীয় চালান আসবে। তবে দিনক্ষণ জানা যায়নি। শুক্রবার পর্যন্ত ৩৬টি জেলায় টিকা পৌঁছেছে। সারাদেশে ৬ হাজর ৯৯০টি টিকার টিম কাজ করবে।
শনিবারের করোনার চিত্র
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১১১ জনে।
এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে। নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৩৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৯ হাজার ২৯৭ জন।
টিআই/জেডএস