বরিসের সঙ্গে ফোনালাপ সারলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপ সারলেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বরিস জনসন প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের জনগণের অসাধারণ বীরত্ব ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুই নেতা একমত হয়েছেন যে, পুতিনকে ইউক্রেনে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায় যাতে রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করে রাখে, সেই প্রয়োজনীয়তার বিষয়েও তারা একমত হয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র।
বিজ্ঞাপন
রাশিয়াকে সুইফট থেকে সরানোর বিষয়ে যে সম্মতি বাড়ছে, সে বিষয়টিকে তারা স্বাগত জানিয়েছেন।
সুইফট হচ্ছে আন্তর্জাতিক এক ধরনের পেমেন্ট সিস্টেম। ইউক্রেনে হামলার পর থেকে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়ার বিষয়ে একমত পোষণ করছে। তবে ইউরোপের বেশ কয়েকটি দেশ এ বিষয়ে একমত হতে পারেনি।
আরএইচ