বেলারুশ থেকে ইউক্রেনের উত্তর দিকে একটি মিসাইল ছোড়া হয়েছে। এমন দাবি করেছিলেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। মিসাইলটি জাইটোমির শহরের একটি বিমানবন্দরে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিবিসি। 

ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন হেরাশেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রাশিয়ান ও বেলারুশিয়ান ফ্যাসিস্টদের ছোড়া একটি মিসাইল জাইটোমির বিমানবন্দরে আঘাত হেনেছে। 

মিসাইলটি কতটা ক্ষতি করতে পেরেছে সে সম্পর্কে জানাতে পারেনি বিবিসি।  

ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের চতুর্থ দিন চলছে। দুই দেশের সৈন্যদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত দেশটির চারটি শহর দখল করেছে রাশিয়া।

এদিকে চলমান সংকটের সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বেলারুশের উদ্দেশে রওনা দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। আলোচনায় সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।

আরএইচ