‘কমেডিয়ানের হাতে আশা-ভরসা তুলে দিয়েছে ইউক্রেনের জনগণ’
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক হামলা গড়িয়েছে পঞ্চম দিনে। রুশ হামলার মুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলছে ইউক্রেনের যোদ্ধারা। যুদ্ধপরিস্থিতিতে যোগ্য নেতৃত্ব দিয়ে সামনে থাকায় প্রসংশায় ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এই পরিস্থিতিতেই ইউক্রেনকে নিয়ে উপহাস করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
শুধু তাই নয় দক্ষিণ আমেরিকার এই দেশটির কট্টর ডানপন্থি এই নেতা প্রেসিডেন্ট জেলেনস্কিকেও ব্যঙ্গ করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে অন্যতম বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ ২০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
রুশ সেনাদের হামলার মুখে পিছিয়ে নেই ইউক্রেনও। তীব্র আক্রমণের মুখে সক্ষমতা অনুযায়ী পাল্টা প্রতিরোধের চেষ্টাও করছে তারা। এতে করে সামরিক-বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বলেই খবর প্রকাশ করা হচ্ছে। আর এই কারণে ইউক্রেনের পক্ষেই যেন রয়েছে সবার প্রার্থনা।
বিজ্ঞাপন
তবে ইউক্রেনে রাশিয়ার ধ্বংসযজ্ঞও যেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসানারোর মন গলাতে পারেনি। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে কট্টর ডানপন্থি এই প্রেসিডেন্ট বলেন, একজন কমেডিয়ানের হাতে নিজেদের আশা-ভরসা তুলে দিয়েছে ইউক্রেনের জনগণ।
এছাড়া ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়াকে নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছেন বোলসোনারো। তার দাবি, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ব্রাজিল ‘নিরপেক্ষ’ ভূমিকায় থাকবে। একইসঙ্গে ব্রাজিল ও রাশিয়া বাস্তবিকভাবেই ভ্রাতৃত্বমূলক দেশ বলেও মন্তব্য করেন তিনি।
রোববারের ওই সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কোনো পক্ষ নেবো না। আমরা নিরপেক্ষ অবস্থানই ধরে রাখবো এবং সম্ভব হলে সহায়তা করবো।’
সংবাদ সম্মেলনে বোলসোনারো দাবি করেন, রোববার তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই ঘণ্টা কথা বলেছেন। যদিও পরে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি মাসের শুরুতে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার কথা বলেছেন প্রেসিডেন্ট বোলসোনারো।
টিএম