ছবি: দ্য মিরর

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার শহরটির কেন্দ্রস্থল ফ্রিডম স্কয়্যার ও বেশ কিছু সরকারি দফতর তছনছ হয়ে গেছে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খারকিভে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিওচিত্র মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেন তিনি এবং সেখানে বলেন, ‘বর্বর রুশ ক্ষেপণাস্ত্রগুলো খারকিভের কেন্দ্রস্থল ফ্রিডম স্কয়্যাার ও সরকারি দপ্তরগুলোতে আঘাত হানছে।’

আয়তন, লোকসংখ্যা ও গুরুত্বের বিচারে ইউক্রেনে খারকিভের অবস্থান রাজধানী কিয়েভের পরেই। সাবেক সোভিয়েত আমলে ইউক্রেনের রাজধানী ছিল খারকিভ। প্রায় ১৬ লাখ মানুষ অধ্যুষিত এই শহরটি সদ্য স্বাধীন দেশ হিসেবে রুশ স্বীকৃতি পাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেতস্ক ও লুহানস্কের সীমান্তের কাছেই অবস্থিত।

শনিবার সন্ধ্যার দিকে শহরটিতে প্রবেশ করেছিল রুশ সেনারা এবং প্রাথমিকভাবে ইউক্রেনের বাহিনীকে হটিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।

পরের দিন রোববার সন্ধ্যায় খারকিভের মেয়র ওলেগ সিগুবভ বিবিসিকে জানান, ওই দিন দুপুরের পরই খারকিভ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছে ইউক্রেন বাহিনী। ১০ জন রুশ সেনা ইউক্রেনের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করেছিলেন তিনি।

তার ২৪ ঘণ্টার মধ্যে ফের খারকিভে হামলা শুরু করে রুশ বাহিনী। হামলায় মূলত গ্র্যাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রুশ সেনারা।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় ইতোমধ্যে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন খারকিভে এবং আহত হয়েছেন আরও কয়েক শ’।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ