ইউক্রেনের কিয়েভের কাছে একটি বেসরকারি প্রসূতি ক্লিনিকে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অ্যাডোনিস ম্যাটারনিটি ক্লিনিকের প্রধান ভিটালি গিরিনের ফেসবুক পোস্টের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

ভিটালি গিরিনের ফেসবুক পোস্টে বলেন, ‘একটি ক্ষেপণাস্ত্র প্রসূতি ক্লিনিকে আঘাত করেছে। অনেক ক্ষতি হলেও ভবনটি দাঁড়িয়ে আছে। ক্লিনিকে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

ক্ষেপণাস্ত্র আঘাতের পর গিরিন বিশেষভাবে লোকজনকে ক্লিনিকে আসতে মানা করেছে। বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখান থেকে কাউকে নিতে এখনই আসবেন না। এটা নিশ্চিত যে সবাই নিরাপদ জায়গায় এবং নিরাপত্তায় আছে।

গিরিন তার ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছেন, যাতে অ্যাডোনিস ক্লিনিকের ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়।

এদিকে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার নাকি ইউক্রেনের ছিল, তা জানা যায়নি। এমনকি এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও সিএনএনের প্রতিবেদনে বলা হয়নি।

মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা করে। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। দিনের আলোতেই সম্প্রচার টাওয়ারের পাশে এই বোমা হামলা চালায় রুশ সেনারা। নিহতরা সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এদিকে হামলার পর থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে। বিবিসি জানায়, ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। তবে ৩৮০ মিটার (১২৫০ ফুট) উচ্চতার টিভি টাওয়ারটি এখনও দাঁড়িয়ে আছে।

জানা গেছে একই সময় হামলা চালানো হয়েছে বেবিন ইয়ার হলোকাস্ট স্মৃতিসৌধে যা, কিয়েভ টেলিভিশন টাওয়ারের পাশে অবস্থিত। ইউক্রেনের রাষ্ট্রপতির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক দাবি করছেন, এটি বিমান হামলা ছিল।

এমএইচএস