লিথুয়ানিয়ায় সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের মাঝে লিথুয়ানিয়ায় সেনা মোতায়েন করছে জার্মানি। রোববার লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লিথুয়ানিয়ায় বিমান প্রতিরক্ষা সক্ষমতা মোতায়েন করবে জার্মানি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ট্যাঙ্কে সজ্জিত একটি সেনা ব্যাটালিয়ন পাঠাবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরভিডাস আনুসাসকাস বলেছেন, নেদারল্যান্ডস থেকেও আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হচ্ছে।
বিজ্ঞাপন
চলতি মাসে লিথুয়ানিয়ায় যে সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের এই সৈন্য সেই মহড়ার অংশ হিসাবে মোতায়েন করা হচ্ছে না।
আনুসাসকাস বলেছেন, এখন পর্যন্ত লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের প্রায় ৩ হাজার সৈন্য রয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশটিতে বিদেশি সৈন্য সংখ্যা ৪ হাজারে পৌঁছাবে।
বিজ্ঞাপন
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর লিথুয়ানিয়ার সরকার দেশটিতে অতিরিক্ত সেনা এবং সামরিক সরঞ্জাম বৃদ্ধি করতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: রয়টার্স।
এসএস