অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বিশ্ব শান্তি, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতিশ্রুতি দিয়ে চীনের বক্তব্য দীর্ঘদিন ধরে শুনে আসছে বিশ্ব। এই পর্যায়ে এটা প্রমাণ করা চীনের দায়িত্ব যে শুধু সেসব প্রতিশ্রুতি কেবলই বয়ান ছিল না। 

তিনি বলেন, চীনেরও উচিৎ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা। চীন যদি রাশিয়ার হামলার সমালোচনা করে এবং তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর প্রভাব আরও বেশি হবে। কিন্তু তা এখনও হয়নি।

মরিসন আরও একবার জোর দিয়ে বলেছেন যে অস্ট্রেলিয়া রাশিয়ার আগ্রাসনের বিরোধিতাকারী দেশগুলোর পাশে রয়েছে। এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের অঞ্চলে এমন শক্তিশালী দেশ রয়েছে যারা কেবল পশ্চিমা দেশগুলোর মধ্যে কোনো একটা বিভক্তির অপেক্ষায় রয়েছে। 

এনএফ