টানা দুই সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও যেন রাশিয়াকে পিছু হটাতে পারেনি। এই পরিস্থিতিতে মস্কোর বিরুদ্ধে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

ইউরোপের এই দেশটির আরোপিত নতুন এই নিষেধাজ্ঞা রাশিয়ার বিমান এবং মহাকাশ ও বিমান প্রযুক্তির রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে। একইসঙ্গে যেকোনো রুশ বিমান আটকও করতে পারবে ব্রিটিশ কর্তৃপক্ষ। বুধবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। যুক্তরাজ্যের এই পদক্ষেপ দেশটির সরকারকে রাশিয়ার বিমান আটক করার ক্ষমতা দেবে এবং যেকোনো ধরনের রুশ বিমানের ব্রিটিশ আকাশসীমায় উড্ডয়ন বা অবতরণ করাকে ফৌজদারি অপরাধে পরিণত করবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তাদের নেওয়া নতুন এই পদক্ষেপ ‘রাশিয়া ও ক্রেমলিনের ঘনিষ্ঠদের জন্য আরও অর্থনৈতিক যন্ত্রণা’ বয়ে আনবে।

অন্যদিকে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, যুক্তরাজ্যের আকাশসীমায় রুশ বিমান চলাচলকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ব্রিটেন আরও একধাপ এগিয়ে গেছে।

বিবিসি নিউজনাইটের পলিটিক্যাল এডিটির নিক ওয়াট বলছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ রুশ মালিকানাধীন বিমানকে লক্ষ্যবস্তু করার উদ্দেশে নেওয়া হয়নি, কারণ যুক্তরাজ্যের আকাশসীমায় ইতোমধ্যেই মস্কোর ফ্লাইট চলাচল নিষিদ্ধ। বরং তৃতীয় কোনো দেশে নিবন্ধিত রুশ ধনকুবেরদের ব্যক্তিগত বিমানগুলো লক্ষ্য করেই এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

টিএম