কৃষ্ণসাগরে রাশিয়া দানাশস্য বোঝাই প্রায় ২০০ জাহাজ আটকে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়েচে ভেলে। এভাবে চলতে থাকলে বিশ্বের বহু দেশে খাদ্যসংকট শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

অভিযোগের বিষয়ে রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে। জাহাজ চলাচল করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই তারা জাহাজগুলোকে আটকে রেখেছে।
 
বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করায়, রাশিয়া এবার দানাশস্য এবং সার রপ্তানি নাও করতে পারে। সেক্ষেত্রে খাদ্যসংকট আরও তীব্র হবে।

রাশিয়া জাহাজ আটকে রাখায় দানাশস্য যাতায়াতের চেনটি ভেঙে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষ্ণসাগরের ওই রুটটিকে বিশ্বের ব্রেড বাস্কেট বলা হয়।

এনএফ