ইউক্রেন ছেড়ে ফ্রান্সে স্টেপান, স্বস্তিতে লাখো ফলোয়ার
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা আত্মীয়, প্রিয়জনদের চিন্তায় দিনের পর দিন দুশ্চিন্তায় কেটেছে বহু মানুষের। তেমনই ১৩ বছরের স্টেপানের চিন্তায় দিন কাটছিল তার লাখ লাখ ফলোয়ারের। ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় এই বিড়ালের ১১ লাখ ফলোয়ার রয়েছে।
ইউক্রেন থেকে অবশেষে ফ্রান্সে পৌঁছেছে। অনেক কষ্টের পর শেষপর্যন্ত প্রাণ নিয়ে স্টেপান যে নিরাপদ স্থানে পৌঁছেছে তাতেই স্বস্তি পেয়েছেন তার ভক্তরা।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে ‘লাভইউস্টেপান’ নামের পেজে তার এবং তার পরিবারের ইউক্রেনে আটকে থাকার কাহিনী বর্ণনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্টেপানের আপডেট শেয়ার করেন আন্না নামের ব্যক্তি।
তিনিই লিখে জানান, খারকিভ শহরে আটকে ছিল স্টেপান ও তার পরিবার। তারা সবাই বিদ্যুৎ ছাড়া এক সপ্তাহের বেশি সময় কাটিয়েছেন। রাশিয়ার হামলা চলাকালীন বেসমেন্টে দুই রাত তাদের সঙ্গে কাটিয়েছে স্টেপান। এক বেসমেন্ট থেকে অন্য বেসমেন্টে যেতে হয়েছে ফোনে চার্জ দেওয়ার জন্য। কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন তারা।
বিজ্ঞাপন
এরপর স্বেচ্ছাসেবকদের সহায়তায় খারকিভ ছেড়ে বেরিয়ে আসে স্টেপানের পরিবার। ২০ ঘণ্টা পথচলার পর লিভ শহরে পৌঁছায়। পোল্যান্ড সীমান্তে পৌঁছে ৯ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে সীমান্ত পার হন আন্নারা।
‘ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ব্লগারস অ্যাসোসিয়েশন’-এর সহায়তায় ফ্রান্সে পৌঁছেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে এ সংস্থাই স্টেপানকে বিশ্বের অন্যতম সেরা প্রভাবশালী প্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
ওএফ