উত্তর কোরিয়া আবারও দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী। এক সপ্তাহ আগে রাজধানী পিয়ংইয়ংয়ে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যাওয়ার পর নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, উত্তর কোরিয়া থেকে একটি অজ্ঞাত প্রোজেক্টাইল নিক্ষেপ শনাক্ত করা হয়েছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে সেটি দূরপাল্লার, সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), বলছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ।

২০১৭ সালের পর থেকে পূর্ণমাত্রায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। তবে বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, সেটি আইসিবিএম কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, জাপানের সরকারও বলেছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা অস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

এর আগে, গত ১৬ মার্চ পিয়ংইয়ংয়ের একটি বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। কিন্তু মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পারমাণবিক-অস্ত্রধারী উত্তর কোরিয়া এখন তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চায়।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পূর্ণমাত্রার আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটি স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে এই আইসিবিএমের পরীক্ষা চালাতে পারে।

এসএস