মাত্র সাত মাস আগে ফরাসি গোয়েন্দা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন জেনারেল এরিক ভিদাউদ

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল এরিক ভিদাউদ চাকরি হারাচ্ছেন। মাত্র সাত মাস আগে ফরাসি গোয়েন্দা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

একটি রিপোর্টে বলা হয়েছে, সাত মাস আগে ফরাসি গোয়েন্দা প্রধানের পদে আসা জেনারেল এরিক ভিদাউদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে ‘অপ্রতুল তথ্য সরবরাহ’ এবং ‘দক্ষতার অভাবের’ জন্য তাকে দোষারোপ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলাকে সর্বাত্মক রুশ আক্রমণ বলেই অভিহিত করা হয়।

বিবিসি বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর হামলার আগে থেকেই ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের বিষয়ে বার বার সতর্কতা উল্লেখ করে আসছিল যুক্তরাষ্ট্র। অর্থাৎ রাশিয়া যে একটি বড় আকারের আক্রমণের পরিকল্পনা করছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন ছিল সঠিক। অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির পরও ইউক্রেনে রুশ আগ্রাসন অসম্ভব বলে জানিয়েছিল ফ্রান্স।

একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, রুশ আগ্রাসন শুরুর পর এর (গোয়েন্দা ব্যর্থতার) জন্য জেনারেল ভিদাউদকে দায়ী করেন ফ্রান্সের সামরিক প্রধান। তবে ফরাসি সামরিক সূত্রটি বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছে, তার (জেনারেল ভিদাউদ) কাজ ছিল ‘অপারেশনের সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করা, পূর্বপরিকল্পনা নয়’।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিবিসি যোগাযোগ করলে ফ্রান্সের একজন সামরিক মুখপাত্র বলেন, ফরাসি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল থিয়েরি বুরখার্ড এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

অবশ্য মার্চ মাসের শুরুর দিকে জেনারেল বুরখার্ড স্বীকার করেছিলেন যে, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের গোয়েন্দারা (ইউক্রেন-রাশিয়া ইস্যুতে) যত তথ্য সরবরাহ করতে পারছে, ফরাসি গোয়েন্দারা সেই তুলনাই পারছেন না। লে মন্ডে সংবাদপত্রকে সেসময় ফরাসি সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছিল যে রাশিয়া (ইউক্রেনে) আক্রমণ করতে যাচ্ছে, তারা ঠিক ছিল।’

গোয়েন্দা বিশেষজ্ঞ অধ্যাপক আলেকজান্দ্রে পাপাইমানুয়েল এএফপিকে বলেছেন, ব্যর্থতার জন্য সামরিক গোয়েন্দাদের দায়ী করা খুব সহজ কাজ। তবে এটি ফ্রান্সের সকল গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট। আর তাই ফ্রান্সের সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার জেনারেল ভিদাউদকে অন্য কারণেও বাদ দেওয়া হতে পারে বলে মনে হচ্ছে।

টিএম