ব্যারিস্টার করিম খান

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটেনের ব্যারিস্টার করিম খান। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গোপন ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার জানিয়েছে, ৫০ বছর বয়সী করিম খান বর্তমানে ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত দলের প্রধান হিসেবে কাজ করছেন। আগামী ১৬ জুন আইসিসি’র প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্বগ্রহণ করবেন তিনি। আগামী নয় বছরের জন্য তিনি এই পদে দায়িত্বপালন করবেন।

আইসিসির বর্তমান প্রধান প্রসিকিউটর গাম্বিয়ার ফাতাও বেনসুদার স্থলাভিষিক্ত হবেন করিম খান। মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তকারী একমাত্র স্থায়ী সংস্থা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিবিসি আরও জানিয়েছে, শুক্রবার গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ১২৩ ভোটের মধ্যে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন করিম খান। তিনি ইতালি, আয়ারল্যান্ড ও স্পেনের প্রার্থীদের পরাজিত করেন।

এদিকে আইসিসির প্রধান প্রসিকিউটর পদে নির্বাচিত হওয়ায় করিম খানকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে করিম খানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইসিসির বর্তমান প্রধান প্রসিকিউটর গাম্বিয়ার ফাতাও বেনসুদার স্থলাভিষিক্ত হবেন করিম খান

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ ২৭ বছর ধরে আইনপেশায় কাজ করছেন তিনি। এছাড়া ব্রিটেনের রানীর আইনী পরামর্শক হিসেবেও রয়েছে তার পরিচয়।

সূত্র: বিবিসি, রয়টার্স

টিএম