কলম্বিয়ার কালোবাজার থেকে সহস্রাধিক বন্যপ্রাণী উদ্ধার
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগাটার কালোবাজারে অভিযান চালিয়ে ১ হাজারেরও বেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওসেলট (খর্বাবৃতির চিতাবাঘ), সাপ, কচ্ছপ, টারন্টুলা (এক প্রকার বিষাক্ত মাকড়শা) পাখিসহ বিভিন্ন বণ্যপ্রাণী রয়েছে উদ্ধার করা এসব প্রাণীর মধ্যে।
কলম্বিয়া সরকারের মৎস ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও পরিবেশ দপ্তরের নির্দেশে দেশজুড়ে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলম্বিয়া পুলিশ।
বিজ্ঞাপন
কলম্বিয়া পুলিশের প্রধান নির্বাহী জেনারেল লুইস ভারগাস বলেন, ‘কলম্বিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করছে। কলম্বিয়ায় প্রথম এত বড় আকারে বন্যপ্রাণী উদ্ধার অভিযান হচ্ছে।’
বিশ্বের সবচেয়ে জীব বৈচিত্রপূর্ণ দেশসমূহের মধ্যে কলম্বিয়া অন্যতম। এ কারণে চোরা শিকারী ও অবৈধ পশু পাচারকারীরাও বেশ সক্রিয় দেশটিতে। সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছল কলম্বিয়া থেকে প্রায় ৬ হাজার বন্যপ্রাণী পাচার হয়।
বিজ্ঞাপন
এসএমডব্লিউ