জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ফাইল ছবি)
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর তৃতীয় মাসে এসে ইউরোপের দু’টি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। তবে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। বুধবার (২৭ এপ্রিল) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। রাশিয়া বলছে, এ দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো তারা রুশ মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকার করেছিল।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে পোল্যান্ড ও বুলগেরিয়াই হচ্ছে প্রথম দেশ - যাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। দু’টি দেশই রাশিয়ার গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
বিজ্ঞাপন
এই ঘটনার পর পোলিশ প্রধানমন্ত্রী মাতিউজ মোরাভিস্কি অভিযোগ করেছেন, রাশিয়া তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে মস্কোর পদক্ষেপকে চলমান চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেটকভ।
এই পরিস্থিতিতে বুধবার রাতে দেওয়া ওই বক্তৃতায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের যে সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে এতেই দেখা যায় যে, ‘ইউরোপের কেউ রাশিয়ার সাথে স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না’।
তার অভিযোগ, রাশিয়া শুধু গ্যাসই নয়, যেকোনো বাণিজ্যকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ঐক্যবদ্ধ ইউরোপকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে থাকে রাশিয়া।
তার দাবি, ইউরোপের সবাই যত দ্রুত বুঝতে পারবে যে, তারা বাণিজ্যের জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে পারে না, তত তাড়াতাড়ি এই মহাদেশে স্থিতিশীলতা আসবে।
এদিকে ইউক্রেনের রপ্তানির ওপর শুল্ক ও কোটা স্থগিত করার জন্য ইইউয়ের সাথে একটি চুক্তিকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেছেন, রাশিয়া বিশ্ব বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিশেষ করে বিশ্ব বাজারে খাদ্যের সংকট সৃষ্টি করতে চায় দেশটি।
টিএম