ইউক্রেনকে সহায়তায় আরও ৩৩০০ কোটি ডলার চান বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও সহায়তা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসের কাছে আরও ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছেন তিনি। বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দিতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট।
যদিও যুক্তরাষ্ট্র ‘রাশিয়াকে আক্রমণ’ করছে না বলেই জোর দিয়ে বলছেন তিনি। শুক্রবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মার্কিন আইনপ্রণেতাদের জন্য এই চুক্তিটি অনুমোদন করা ‘গুরুত্বপূর্ণ’। কারণ এটি ইউক্রেনকে রক্ষা করতে সহায়তা করবে।
বিজ্ঞাপন
বাইডেন টেলিভিশন ভাষণে পরিকল্পনার রূপরেখা দেওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস জানায়, প্রস্তাবে ২ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ৮৫০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং ৩০০ কোটি ডলারের মানবিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন এ সহায়তার মোট পরিমাণ কংগ্রেসের মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত হওয়া ১ হাজার ৩৬০ কোটি ডলারের দ্বিগুণেরও বেশি। এখন পর্যন্ত কংগ্রেসে অনুমোদিত সহায়তার বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে পাঠানো অস্ত্র চালানে শেষ হয়ে গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এটি সস্তা নয়। কিন্তু আগ্রাসনের দিকে এগিয়ে যাওয়া এবং আমরা যদি তেমন কিছু ঘটতে দিই, তাহলে তা হবে আরও ব্যয়বহুল।’
বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না। তার ভাষায়, ‘আমরা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করছি।’
বৃহস্পতিবার সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের জন্য অঙ্গীকারকৃত বা ন্যাটার মিত্রদের সরবরাহকৃত সামরিক সহায়তার পরিমাণ ৮০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।
এদিকে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের কারণে (ইউরোপ) ‘মহাদেশের নিরাপত্তা’ হুমকির মুখে পড়েছে।
টিএম