ইউক্রেনের শস্য সংকটে সিরিয়া পরিস্থিতি ‘গুরুতর’ হচ্ছে
ইউক্রেন যুদ্ধ সিরিয়া সংকটকে আগের চেয়ে আরও গুরুতর করছে। এমনটি মনে করছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সম্প্রতি বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস'স নিউজআওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ মানবিক পরিস্থিতি অতি বিপর্যয়কর রূপ ধারণ করেছে।
ইউক্রেন বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশের একটি। চলমান সংকটে কৃষ্ণ সাগর উপকূলজুড়ে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনের মিলিয়ন মিলিয়ন টন শস্য আটকে পড়েছে। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য নিরাপত্তাহীনতার ভয়াবহ প্রভাব সিরিয়া ও এর প্রতিবেশী দেশগুলোর ওপর পড়ছে।
বিজ্ঞাপন
এর আগে, জাতিসংঘভিত্তিক বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) উপপরিচালক জোসেফ স্মিদুবের শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, যুদ্ধাবস্থা ও তার ফলে সৃষ্ট অবকাঠামোগত বিপর্যয় এবং মারিউপোলসহ একাধিক বন্দরে জাহাজ চলাচল বন্ধ থাকায় ইউক্রেনের গুদামগুলোতে আটকে আছে প্রায় আড়াই কোটি টন গম ও ভুট্টা।
এপ্রিলের শেষ দিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, একদিকে রুশ সেনারা খেরসন অঞ্চলে গম লুটপাট করছে, অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন বন্দরে খাদ্যশস্যবাহী জাহাজগুলো আটকে রেখেছে এবং বাণিজ্যিক জাহাজের গতিপথে মাইন পেতে রেখেছে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করতেই এ পন্থা বেছে নিয়েছে তারা।
বিজ্ঞাপন
খাদ্যশস্যের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল ডাটার তথ্য অনুযায়ী, ইউক্রেনে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভুট্টা রপ্তানিকারক দেশ; আর গম রপ্তানির হিসেবে বিশ্বে ইউক্রেনের অবস্থান ষষ্ঠ।
আরএইচ