যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বৈশ্বিক উষ্ণতা কমানোর এই আন্তর্জাতিক চুক্তিতে পুনরায় যোগদানের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে প্রবেশ করেই ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনতে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন জো বাইডেন। এর ঠিক এক মাসের মাথায় ঐতিহাসিক বৈশ্বিক এই চুক্তি আবারও ফিরল যুক্তরাষ্ট্র।

শুক্রবার টুইটারে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আজকের দিনকে জলবায়ু সংকটের বিরুদ্ধে যুদ্ধে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করতে সারা বিশ্বের অংশীদারদের সঙ্গে কাজে নেমে পড়তে যুক্তরাষ্ট্র একটুও সময় অপচয় করবে না।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালে এই চুক্তিতে যোগদান যেমন খুব গুরুত্বপূর্ণ ছিল, তেমনি আজ এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানও খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন সপ্তাহ, মাস ও বছরগুলোতে আমরা কী কাজ করছি তা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১৫ সালে ওবামা প্রশাসনের নেতৃত্বে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ২০১৭ সালে ক্ষমতায় আসার পর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু জাতিসংঘের বিধি অনুসারে, এই সিদ্ধান্ত কার্যকর হয় গত বছরের ৪ নভেম্বর। অর্থ্যাৎ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন। বিশ্বের দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে সেসময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল রাশিয়া, চীন, ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস

এদিকে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি গত চার বছরে প্যারিস জলবায়ু চুক্তিতে শূন্যতার সৃষ্টি করেছিল। আর এই শূন্যতা পুরো বিষয়টিকেই দুর্বল করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র আবারও এই চুক্তিতে ফিরে এসেছে। আমরা তাদের প্রত্যাবর্তনকে স্বীকৃতি দিচ্ছি।’

সূত্র: ইউএন নিউজ, সিএনএন

টিএম