‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভ, বদলানো হলো বয়সের ঊর্ধ্বসীমা
সামরিক ব্যয় কমানো ও প্রতিরক্ষা শক্তি আরও কার্যকর করতে ‘অগ্নিপথ’ প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর আওতায় সেনাবাহিনী ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এখন থেকে স্থল, নৌ ও বিমানবাহিনীতে এই প্রকল্প অনুসারেই সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিকে নিয়োগসংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া হয়েছিল ১৭ থেকে ২১ বছর। সরকারের এমন সিদ্ধান্তে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখা দেয়। বিক্ষোভের তীব্রতা ছিল সবচেয়ে বেশি বিহারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ভারতের যেসব রাজ্য থেকে বিপুলসংখ্যক তরুণ সেনাবাহিনীর নিচের দিকের কর্মী হিসেবে যোগ দেন সেগুলো হচ্ছে- বিহার, উত্তর প্রদেশ ও হরিয়ানা। এই সবগুলো রাজ্যেই বিক্ষোভ দেখা দেয়।
এমন পরিস্থিতিতে ভারত সরকার বয়সের ঊর্ধ্বসীমা বদলাতে বাধ্য হয়েছে। আগের নিয়ম বদলে এবার বয়সের ঊর্ধ্বসীমা করা হয়েছে ২১ থেকে ২৩।
বিজ্ঞাপন
এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন এবং চার বছর পর ১১ থেকে ১২ লাখ টাকা এককালীন দেওয়া হবে। কিন্তু ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না।
এমএইচএস