দিল্লির ময়দানে বোতল কুড়ালেন মোদি (ভিডিও)
সরকারি অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির প্রগতি ময়দানে গিয়ে বোতল কুড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তার আবর্জনা নিজ তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। রোববার নয়াদিল্লির প্রগতি ময়দানে ট্রানজিট করিডরের সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠানের আগে তাকে আবর্জনা কুড়াতে দেখা যায় বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
দেশটির গণমাধ্যম বলছে, সরকারি অনুষ্ঠানে দিল্লির প্রগতি ময়দানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রাস্তা থেকে আবর্জনা কুড়াতে দেখা যায় তাকে। স্বচ্ছ ভারত প্রকল্পের কর্মসূচি নয়, রোববার ট্রানজিট করিডরের সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠান ছিল। তার আগে ওই এলাকা ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। এ সময় হঠাৎ নিচু হয়ে রাস্তা থেকে আবর্জনা কুড়াতে দেখা যায় তাকে। প্লাস্টিকের একটি বোতলও কুড়িয়ে কাছেই থাকা আবর্জনা ফেলার পাত্রে ফেলেন তিনি।
বিজ্ঞাপন
— Amit Malviya (@amitmalviya) June 19, 2022
মোদির সেই আবর্জনা কুড়ানোর ভিডিও নিয়ে প্রচার শুরু করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নজির তৈরি করেছেন।
দেশটির প্রধানমন্ত্রীর এই ভিডিও ২০১৯ সালের একটি স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে। ওই বছরের ১২ অক্টোবর ভারত সফরে আসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চেন্নাইয়ে বৈঠক ছিল মোদির। চেন্নাই যাওয়ার আগে তামিলনাড়ুর মামল্লপুরম সমুদ্রসৈকত পরিষ্কার করেন তিনি। আধা ঘণ্টা ধরে প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ কুড়িয়ে চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই সমুদ্রসৈকত পরিষ্কার করে দেন তিনি। সেই ভিডিও টুইটও করেছিলেন ভারতের এই প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
সেই সময় মামল্লপুরমের তাজ ফিশারম্যানস কোভ রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে ছিলেন নরেন্দ্র মোদি। ভিডিওতে দেখা যায়, সেই হোটেলের কাছে সমুদ্রসৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, ঘুরে ঘুরে সেসব কুড়িয়ে নিচ্ছেন তিনি। আবর্জনা প্যাকেটে ভরে এক হোটেলকর্মীর হাতে তুলে দিতেও দেখা যায় তাকে।
এসএস