গরমে বিয়ার বিক্রিতে রেকর্ড পশ্চিমবঙ্গে
মদ বিক্রিতে আগেই রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। এবার চিলড বা ঠান্ডা বিয়ার বিক্রিতেও রেকর্ড গড়েছে তারা। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে প্রায় ৪৫ লাখ কেস বিয়ার বিক্রি হয়েছে। গড় হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা।
গত মে মাসেও রাজ্যে বিয়ার সংকট হয়েছিল। বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার পাওয়া যাচ্ছিল না বলে ক্রেতা বিক্রেতা সবার মুখেই অভিযোগ শোনা যাচ্ছিল। সেই সময় রাজ্য আবগারি দপ্তর প্রতিটি জায়গায় কোটা অনুযায়ী বিয়ার সাপ্লাই করছিল। যাতে বিক্রেতারা সমপরিমাণ বিয়ার পান। তবুও কয়েকটি জায়গায় বিয়ার ঘাটতি দেখা গিয়েছিল। শুধু তাই নয়, বেশকিছু দোকানে ‘বিয়ার নেই’ বলেও সাইনবোর্ড ঝুলতে দেখা গিয়েছিল।
বিজ্ঞাপন
রাজ্যজুড়ে প্রায় ৪৫০০ টি বিয়ার অফ শপ রয়েছে। গত অর্থবছরে বিপুল পরিমাণ আয় করেছিল রাজ্য আবগারি দপ্তর। যদিও দেশি মদ বিক্রি করেই সবচেয়ে বেশি আয় করেছিল তারা।
গত চার বছরে বিয়ার বিক্রি করে এত মুনাফা রাজ্যের কোষাগারে কখনো আসেনি বলেই দাবি করেছেন আবগারি দপ্তরের কর্মকর্তারা। ২০১৯ সালে বিয়ার বিক্রি বেশি হলেও এত বিশাল অঙ্কে পৌঁছায়নি আয়।
বিজ্ঞাপন
সূত্র: নিউজ১৮
জেডএস