অস্ট্রেলিয়ায় করোনার টিকাবিরোধী বিক্ষোভ
করোনা টিকার বিরুদ্ধে বিক্ষোভে ‘আমার শরীর, আমার পছন্দ’ স্লোগান দেন অস্ট্রেলিয়ার মানুষ
করোনাভাইরাসের টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরুর একদিন আগে শনিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সাধারণ মানুষ এই বিক্ষোভে নামে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘আমার শরীর, আমার পছন্দ’ (মাই বডি, মাই চয়েজ) স্লোগান দেন।
বিজ্ঞাপন
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শনিবার শুরু হওয়া এই বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। তবে মেলবোর্নে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরুর কথা রয়েছে। দেশটি ফাইজারের তৈরি করোনা টিকা প্রয়োগ করবে।
এবিসি নিউজ জানায়, শনিবার অস্ট্রেলিয়ায় করোনার টিকাবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেয়। মেলবোর্নে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পিপার-স্প্রে নিক্ষেপ করে এবং কয়েকজনকে আটক করে। সিডনিতে বিক্ষোভকারীরা করোনার টিকাদান কর্মসূচির বিরোধীতা করে বিভিন্ন ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমি মানি না, তুমি চাইলে টিকা নিতে পারো, কিন্তু আমাকে নিতে বাধ্য করো না।’
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯ আইন ভঙ্গ করার দায়ে ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া অন্য পাঁচজনকে পুলিশের কাজে বাধা দেওয়া বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করা করোনা টিকা অনুমোদন দেয় অস্ট্রেলিয়ার মেডিকেল নিয়ন্ত্রক সংস্থা। আগামী মাস থেকে এই টিকা মানুষের মাঝে প্রয়োগ করা শুরু হবে বলে আশা করছে দেশটি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯০৯ জন।
সূত্র: বিবিসি
টিএম