চাকা ফেটে ট্রাক্টরে ধাক্কা দিলো টাকা বোঝাই ক্যাশ ভ্যান
ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশ ভ্যানের গাড়ি চাকা ফেটে ধাক্কা দেয় ট্রাক্টরে। তারপর গাড়িটি উল্টে আহত হয় ছয় জন। সোমবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে হুগলির পান্ডুয়ার নিয়ালা দাইপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংকের ক্যাশ ভ্যানের গাড়ির চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে এ দুর্ঘটনায় ক্যাশ ভ্যানের টাকায় কোনো গণ্ডগোল হয়নি। ক্যাশ ভ্যানের টাকা যেমন ছিল, তেমনই রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাই থানায় কোনো অভিযোগও দায়ের হয়নি। তবে একেবারে সড়কে ক্যাশ ভ্যান উল্টে যাওয়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তারপর পুলিশের তৎপরতায় ক্যাশ ভ্যানটি দ্রুত সরিয়ে সড়ক সচল করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, এদিন রাত ৮টার দিকে শ্রীরামপুর থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশ ভ্যানের গাড়ি পান্ডুয়ায় আসছিল এটিএম-এ টাকা ভরার জন্য। হঠাৎ করেই পান্ডুয়ার নিয়ালা দাইপুকুর এলাকায় ক্যাশভ্যান ডানদিকের সামনের একটি চাকা ফেটে যায়। সেই সময় ইট খালি করে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরে সজোরে ধাক্কা দেয় ভ্যানটি। এরপরে সড়কের উপরে উল্টে যায় গাড়িটি। ভেঙে যায় গাড়ির কাচ।
সূত্র: এই সময়
বিজ্ঞাপন
এসএসএইচ