চলছে বর্ষাকাল। আষাঢ় মাস শেষ হয়ে শুরু হয়েছে শ্রাবণ মাস। তবুও অনেক জায়গায় বৃষ্টির দেখা নেই। বর্ষার এই সময়ে খাল-বিলে ভরপুর পানি থাকার কথা থাকলেও গত কয়েকদিন ধরে প্রচণ্ড তাপ আর বৃষ্টির অভাবে অতিষ্ঠ হচ্ছে জনজীবন।

একই কারণে কৃষকরা জমিতে চাষের কাজও করতে বাধার মুখে পড়ছেন। আর তাই এবার বৃষ্টির আশায় ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে এক জোড়া ব্যাঙকে। ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, বৃষ্টির দেবতা ইন্দ্রকে খুশি করার জন্য একদল দম্পতি ব্যাঙের বিয়ের আয়োজন করেছিল। গত মঙ্গলবার (১৯ জুলাই) রাতে উত্তরপ্রদেশের গোরখপুরে সব আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ওই ‘বিয়ে’।

ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানের অন্যতম আয়োজক রাধাকান্ত ভার্মা বলেন, ‘এটি বিশ্বাস করা হয় যে বৃষ্টি আনার জন্য ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হয়। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তাই ধান চাষে সমস্যায় পড়েছেন কৃষকরা।

তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রথা। তাদের বিয়ে হয়ে গেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং আমি আশাবাদী যে, (এবার) বৃষ্টি হবে।’

সংবাদমাধ্যম বলছে, ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে বহু মানুষ অংশ নিয়েছিলেন। পরে ধুমধাম করে ব্রাহ্মণ মন্ত্র পড়ে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মানুষের জন্য খাবারের ব্যবস্থাও ছিল।

টিএম