সড়কে ভেসে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি, ভিডিও ভাইরাল
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। আর সেই পানিতে ভেসে যাচ্ছিল দুটি হাঁড়ি। এমন একটি দৃশ্য ধরা পড়ে ভারতের হায়দ্রাবাদে। ধারণা করা হচ্ছে, সেগুলো বিরিয়ানির হাঁড়ি। যদিও ভেতরে কি আছে তা দেখা যাচ্ছে না।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পানিতে ডুবে থাকা সড়কে ভেসে যাচ্ছে খয়েরি রঙের পাত্রের উপর বসানো কালো হাঁড়ি। হায়দ্রাবাদের নবাব সাহেব কুন্টায় আবিদা হোটেলের সামনে থেকে ভিডিওটি ধারণ করা হয়।
বিজ্ঞাপন
ভিডিওটি টুইটারে পোস্ট করে লেখা হয়েছে, এই বিরিয়ানি যিনি অর্ডার করেছেন তিনি এবার বিফল মনোরথ হলেন। রসিকতার সেই সুর ধরে আরেক নেটিজেনের মন্তব্য, যার বাড়িতে পৌঁছাবে ভাসতে ভাসতে, তিনি খুব খুশি হবেন।
আরও পড়ুন: গাড়িতে ডিজে, পশ্চিমবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু
বিজ্ঞাপন
— Ibn Crowley (@IbnFaraybi) July 28, 2022
ভাসমান এই বিরিয়ানি ঘিরে নেটিজেনদের মজার সুর, হাসির রোল চলছেই। কোনো নেটিজেন লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির সাম্প্রতিক রূপ? আবার কারও কথায়, এটাই বিরিয়ানির দ্য গ্রেট এসকেপ বা মহাপলায়ন।
গত কয়েক দিন ধরেই তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ চলছে। এর ফলে বহু এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।
এসএসএইচ