ভারতের মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার রাজ্যের জাবালপুরের ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সকালের দিকে জাবালপুরের দামোহ নাকাহ এলাকার নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে হাসপাতালের ভবন থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।

স্থানীয় পুলিশ বলছে, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন রোগী এবং তিনজন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ।

জাবালপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেছেন, হাসপাতালটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। হাসপাতালের ভেতরে আটকা পড়া সব লোকজনকে উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সূত্র: এনডিটিভি।

এসএস