ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনার প্রলয় জাগানো ঢেউ, ব্যাপক মুদ্রাস্ফীতি, বেকারত্ব প্রভৃতি কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে, তবে দেশটির জনগণের কাছে এখনও তার গ্রহণযোগ্যতা অন্যান্য রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি।

ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে ভারতের সাধারণ জনগণের মধ্যে দেশটির জাতীয় রাজনীতির নেতাদের জনপ্রিয়তার ওপর একটি জরিপ চালিয়েছিল। শুক্রবার সেই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।

সেখানে দেখা গেছে, ভারতের ৫৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণ এখনও দেশের প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদিকেই দেখতে চান। ৯ শতাংশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এ পদে সবচেয়ে যোগ্য মনে করেন এবং আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৭ শতাংশ ভারতীয়।

‘মুড অব দ্য নেশন’ নামের এই জরিপটি পরিচালিত হয় ফেব্রুয়ারি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। দেশজুড়ে প্রায় ১ লাখ ২২ হাজার ১৬ জন প্রাপ্তবয়স্ক ভারতীয় জরিপটিতে অংশ নেন।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি এ বিষয়ক একটি জরিপের ফলাফল প্রকাশ করছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট। সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছিল, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখতে চান।

২০১৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারকে হটিয়ে দিল্লিতে আসীন হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার; নরেন্দ্র মোদি হন সেই সরকারের প্রধানমন্ত্রী। তারপর ২০১৯ সালের নির্বাচনেও জয়ী হয় বিজেপি। ফলে টানা আট বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর পদে আছেন মোদি।

ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তার এ ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালের নির্বাচনেও বিজেপি জয়ী হবে এবং নরেন্দ্র মোদি টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসনসংখ্যা ৫৪৩টি। কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে চায়, সেক্ষেত্রে সেই দলকে ন্যূনতম ২৮৬ আসনে জয়ী হতে হবে। ২০১৯ সালে বিজেপি ও তার মিত্ররা মোট ৩০৭টি আসনে জয় পেয়েছিল।

তবে ২০২৪ সালের নির্বাচনে এ সংখ্যা কমে যেতে পারে বলে ধারণা অনেক বিশেষজ্ঞের। কারণ বিজেপির প্রধান দুই মিত্র দল বিহারের জেডিইউ ও পাঞ্জাবের শিরোমণি আকালি— উভয়ে ইতোমধ্যে বিজেপির সঙ্গ ত্যাগ করেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএমডব্লিউ