চোখের পলকে ভেঙে পড়ল ৪ তলা বিল্ডিং, ভিডিও ভাইরাল
বাড়ি পুরনো হোক, কিংবা নতুন। এভাবে চোখের সামনে ভেঙে পড়তে দেখলে কারই বা মন ঠিক থাকে। বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল ভারতের মুম্বাইয়ে বোরিভালির এই চার তলা বাড়িটিকে। শুক্রবার দুপুর সাড়ের ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বাড়ির বাসিন্দাদের। তাই হতাহতের ঘটনা ঘটেনি। নাহলে আরও বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। বাড়ি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ সরানোর কাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল।
বিজ্ঞাপন
— Vinaya Deshpande (@vinivdvc) August 19, 2022
বাড়ির আশপাশে থাকা দোকানদার ও এলাকার বাসিন্দারাও আন্দাজ করতে পেরেছিলেন ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু একটা চার তলা বিল্ডিং এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকেই।
আশপাশের দোকান ও বাড়িগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়ে বিশাল একটি গাছও। এর আগেও ভারতের হরিয়ানার গুরুগ্রামে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।
বিজ্ঞাপন
ওএফ