পাক অর্থমন্ত্রী মিফতা ইসমাইল

প্রবল আর্থিক সংকট এবং বন্যা পরিস্থিতির কারণে ভারত থেকে খাদ্য আমদানির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ আগস্ট) এই কমিটি গঠন করা হয়।

গত এপ্রিলে ভারত থেকে খাদ্যপণ্য আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। চার মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন পাক প্রধানমন্ত্রী।

দেশটির সংবাদমাধ্যমের একাংশ বলছে, যে দেশগুলো থেকে খাদ্য আমদানি হবে, সেই তালিকায় ভারতও রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে অর্থনৈতিক মন্দায় পড়েছে পাকিস্তান। পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন শরিফ সরকার।

এর আগে গত সোমবার (২৯ আগস্ট) রাতে দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, ভারত থেকে খাদ্য আমদানির সম্ভবনার বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে প্রধানমন্ত্রী শরিফ নিজে ভারত থেকে খাদ্য আমদানির সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। 

উল্লেখ্য, গত ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের প্রতিবাদে ভারত থেকে তুলা, গম ও চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। যদিও কয়েক মাস পরেই ‘পাকিস্তান ইকোনমিক কোঅর্ডিনেশন কাউন্সিল’ এর সুপারিশ মেনে তা প্রত্যাহার করা হয়েছিল।

এমএ