ভারত বায়োটেকের তৈরি নাসাল ভ্যাকসিন বা নাক দিয়ে নেওয়ার উপযুক্ত করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এক টুইটে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, জরুরি প্রয়োজনে ১৮ বছরের বেশি বয়সীদের প্রাথমিক করোনা প্রতিরোধকারী হিসেবে এই টিকা দেওয়া হবে। 

স্বাস্থ্যমন্ত্রী টুইটারে আরেকটি পোস্টে লিখেছেন, ‘এই পদক্ষেপ অতিমারির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞান, মানবসম্পদ, গবেষণা ও উন্নয়নের শক্তিকে কাজে লাগিয়েছে। ‘সব কা প্রয়াস’ এবং বিজ্ঞান চালিত পদ্ধতির সাহায্যেই আমরা করোনাকে হারাতে পারব।’

গত আগস্ট মাসে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছিল যে তাদের কোভিড-১৯ ইন্ট্রানাসাল ভ্যাকসিন (বিবিভি১৫৪) ফেজ-৩ ক্লিনিকাল ট্রায়ালে নিরাপদ, সহনশীল এবং ইমিউনোজেনিক বলে প্রমাণিত হয়েছে। প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবীর পরীক্ষা চালিয়ে এ তথ্য জানানো হয়।

সূত্র: ফার্স্টপোস্ট, ইন্ডিয়াটুডে

জেডএস