একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এক ডজন যুদ্ধবিমান উড়িয়ে বোমা হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের এই যুদ্ধবিমানের মহড়ার প্রতিক্রিয়ায় কোরীয় দ্বীপের প্রতিবেশি দক্ষিণ কোরিয়াও অন্তত ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, আন্তঃকোরীয় আকাশ সীমানার উত্তরে মহড়ার আদলে আটটি যুদ্ধবিমান এবং চারটি বোমারু বিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সামরিক বাহিনী আকাশ থেকে ভূপৃষ্ঠে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার বোমা হামলার বিরল এই মহড়ার পর দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। উত্তরের মহড়ার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে অন্তত ৩০টি যুদ্ধবিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এসব যুদ্ধবিমান অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকার আকাশে টহল দিয়েছে বলে দক্ষিণের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

কোরীয় উপকূলে মার্কিন বিমানবাহী রণতরী পুনরায় মোতায়েনের নিন্দা এবং নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাত্র এক ঘণ্টা পর উত্তর কোরিয়া বৃহস্পতিবার জাপানের দিকে সমুদ্রে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওয়াশিংটন এবং সিউলের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া চলতি বছরে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে দেশটির বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। এছাড়া উত্তর কোরিয়া ২০১৭ সালের পর বর্তমানে তার প্রথম পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

এসএস