লিফটে প্রায় কাটা যাচ্ছিল মাথা, ব্যস্ত ছিলেন মোবাইলে
লিফট থেকে নামার সময় অমনোযোগের কারণে মাথা আলাদা হয়ে যেতে বসেছিল এক ব্যক্তির। রাশিয়ার ক্রাসনোদা শহরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি লিফটে উঠছিলেন। তিনি তার মোবাইল ফোনের স্ক্রিনে ডুবে ছিলেন। পরে তিনি মোবাইল দেখতে দেখতেই নির্দিষ্ট তলায় লিফটের দরজা দিয়ে বের হতে যান। একটি পা লিফটের বাইরে রাখার সঙ্গে সঙ্গে, দরজাটি খোলা রেখেই লিফটটি চলতে শুরু করে।
বিজ্ঞাপন
— (@sergeenko_i) October 9, 2022
লিফটটি উপরে উঠতে শুরু করলে তিনি ফের লিফটের ভেতরে ঢুকে যেতে বাধ্য হন। আর তাতেই অল্পের জন্য বেঁচে যান তিনি। আরেকটু হলেই লিফট দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে পারত।
স্থানীয় সংবাদমাধ্যমকে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছে, ওই ঘটনার কয়েক সপ্তাহ আগে থেকেই লিফটটি কাঁপছিল। তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
এমএইচএস