দুবাইয়ের মিউজিয়াম অব ফিউচারে আগত দর্শনার্থীদের নানা প্রশ্নের জবাব দিতে কাজ শুরু করেছে এআই-চালিত রোবট।  

আমেকা নামের রোবটটি দেখতে অনেকটা মানুষের মতো। শুধু দেখতেই নয় মানুষের মতো মুখের অনেক ভাবভঙ্গিও করতে পারে সে। 

আমেকা মিউজিয়াম অব দ্য ফিউচারের টুমরো টুডে প্রদর্শনীতে দর্শনার্থীদের শুভেচ্ছা জানাবে, তাদের দিকনির্দেশনা দেবে এবং প্রশ্নের উত্তর দেবে। 

আরও পড়ুন : ১৬০০ বছরের পুরোনো মেঝেতে রোমান দেবতা, ট্রয়ের গল্প

আমেকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারড আর্টস দাবি করছে আমেকার নাকি হাস্যরসের অনুভূতিও রয়েছে। তারা আমেকাকে বিশ্বের সবচেয়ে উন্নত মানব-আকৃতির রোবট হিসাবেও আখ্যা দিয়েছে। 

মিউজ়িয়ামের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আয়া নামে মিউজ়িয়ামের এক কর্মী আমেকাকে জিজ্ঞাস করছেন, তুমি এখানকার নতুন কর্মী নাকি? জবাবে আমেকা বলছে, ঠিক ধরেছ। আজই আমার প্রথম দিন। আমার নাম আমেকা... আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তবে ভয়ে পেও না, আমি তোমার কাজ কেড়ে নিতে আসিনি। 

এনএফ