ছবি: বিবিসি

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের ভোট ও দলীয় নেতাকর্মীদের সমর্থন নিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। সোমবার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দেওয়া ভাষণে ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক সংকট মোচনে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেশকে এই সংকট থেকে উত্তরণে তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ঋষি সুনাক বলেন, ‘যুক্তরাজ্য একটি মহান দেশ এবং কোনো সন্দেহ নেই যে— বর্তমানে আমরা গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের এখন প্রয়োজন সমন্বয় ও ঐক্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের দল কনজাভেটিভ পার্টি এবং দেশকে একত্রিত করার। কারণ এই চ্যালঞ্জকে অতিক্রম করে আমাদের শিশু ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের এটাই একমাত্র উপায়।’

মাত্র দেড় মিনিটের সেই ভাষণের শুরুতে পূর্বসূরি প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সম্মান জানান ঋষি। সেই সঙ্গে  দলের এমপিদেরও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি প্রথমেই সম্মান জানাতে চাই সাবেক প্রধানমন্ত্রী ও আমার সাবেক সহকর্মী লিজ ট্রাসকে। দেশের বিদ্যমান সংকট নিরসনে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন।’

‘এবং আমার সহকর্মীরা দেশের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে আমাকে সমর্থন করায় ব্যক্তিগতভাবে আমি খুবই কৃতজ্ঞ। এটা আমার জীবনে বিশাল এক প্রাপ্তি যে, আমি একই সঙ্গে আমার প্রিয় রাজনৈতিক দল ও দেশের সেবা করার সুযোগ পেয়েছি।’

‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বর্তমান এই সংকট থেকে বের হতে আমি সমন্বয় ও বিনয়ের সঙ্গে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এখন থেকে আমার প্রতিটি দিন ব্রিটিশ জনগণের সেবায় ব্যয় হবে।’

প্রতিদ্বন্দ্বীরা কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড় থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় লিজ ট্রাস পদত্যাগ করার চার দিনের মাথায় প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন ঋষি সুনাক। ব্রিটেনের ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি পার্টির পরবর্তী নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাককে নিশ্চিত করেছেন।

আগামী ২৮ অক্টোবর শপথ নেওয়ার পর দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি।

সূত্র : বিবিসি

এসএমডব্লিউ