দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব হ্যালোইন উদযাপনের অনুষ্ঠানে পদদলনে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে সিউলের কেন্দ্রীয় এক জেলায় হ্যালোইন উৎসবে পদদলনের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সিউলের ইতায়েওন জেলায় অন্তত ৫০ জনকে সিপিআর দিয়েছে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ। সেখানে হ্যালোইন উৎসব চলাকালীন পদদলনে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, আহত কয়েকজনকে দেশটির উদ্ধারকারী কর্মকর্তা ও বেসামরিক নাগিরকরা সহায়তা করছেন। তবে এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ওই এলাকায় জরুরি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছেন। হতাহতের সংখ্যা কমাতে হাসপাতালের শয্যা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

এসএস