কলকাতায় ফুটপাতের এক-তৃতীয়াংশ হকাররা ব্যবহার করতে পারবেন। বাকি অংশ পথচারীদের জন্য পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে হকারদের পুনর্বাসন করতে হবে। কোথায় হবে পুনর্বাসন তা ঠিক করবে টাউন ভেন্ডিং কমিটি।

হকার সমস্যা নিয়ে মঙ্গলবার (১ নভ্মেবর) জরুরি বৈঠকে বসেছিল কলকাতা পৌরসভা। এতে টাউন ভেন্ডিং কমিটি, কলকাতা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে হাতিবাগান, নিউমার্কেট এবং গড়িয়াহাটকে পাইলট প্রজেক্ট হিসেবে এগোতে চান তারা। 

বৈঠক শেষে টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ বলেন, আগামী ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাতিবাগান, নিউমার্কেট এবং গড়িয়াহাট মার্কেটকে পাইলট প্রজেক্ট মডেল ধরে ক্যারেজ ওয়েতে সমীক্ষা হবে।  

টাউন ভেন্ডিং কমিটির বক্তব্য, কোনোভাবেই হকারদের উচ্ছেদ করা যাবে না। কলকাতা পৌরসভা ২০১৫ সালে যে সার্ভে করেছিল, তাদেরকে কোনোভাবেই তুলে দেওয়া যাবে না। তাদের তুলে দেওয়া হলে আইনের পথ ধরতে পারে। তাই উচ্ছেদ নয়, তাদের পুনর্বাসন যাতে দেওয়া যায় টাউন ভেন্ডিং কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় বৈঠকে।

কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার জানান, হকাররা এক-তৃতীয়াংশর বেশি জায়গা দখল করে আছেন, সেগুলো প্রথমে ছাড়তে হবে। যেসব হকার হেরিটেজের সামনে রাস্তা বা ফুটপাত দখল করে আছেন তাদের সেই অংশ ছেড়ে দিতে হবে। আগামী ৭ নভেম্বর থেকে এ বিষয়ে সার্ভে করা হবে। সার্ভে করার পর সেই রিপোর্ট টাউন ভেন্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

দেবাশীস কুমার জানান, ২০১৫ সালে হকার কমিটির পক্ষ থেকে একটি তালিকা জমা দেওয়া হয়েছিল। রবীন্দ্র সরোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া তালিকা অনুযায়ী সেই সময় ৫৮ হাজার হকার ছিল কলকাতায়।

সূত্র : নিউজ১৮

জেডএস