চুরির অভিযোগে গ্রেপ্তার এক আসামিকে নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে। ভ্যান থেকে নামানোর সময় পুলিশ সদস্যদের হাত ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। পালানোর কোনও পথ না পেয়ে সড়কের পাশের পুকুরে ঝাঁপ দেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। পরে পানিতে দাঁড়িয়ে দুই হাতে কান ধরে মাফ চেয়ে আবারও পুলিশ ভ্যানে উঠে পড়েন তিনি।

শনিবার দুপুরের দিকে এমন হাস্যকর এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হাওড়ার উলুবেড়িয়া মহকুমা আদালত চত্বরে।

পুলিশের বরাত দিয়ে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, শুক্রবার চুরির অভিযোগে শেখ ফরিদুল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যান থেকে নামানোর সময় পুলিশ কর্মীদের হাত ফস্কে চম্পট দেন ফরিদুল। এরপর দিগভ্রান্তের মতো ছুটতে থাকেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছুটতে ছুটতে আদালতের কাছেই একটি পুকুরে ঝাঁপ দেন ফরিদুল। তবে শেষরক্ষা হয়নি। পুকুরটি মুহূর্তে ঘিরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পেছনে দৌড়াতে দৌড়াতে এলাকায় পৌঁছে যান পুলিশ সদস্যরাও। পালানো অসম্ভব বুঝে অবশেষে ‘মাফ’ চেয়ে নেন অভিযুক্ত ওই চোর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পালানোর কোনও উপায় না পেয়ে কান ধরে ওই যুবক পুলিশ সদস্যদের বলেন, ‘আমার ভুল হয়েছে।’ এরপর পুকুর থেকে উঠে গুটিগুটি পায়ে আবারও পুলিশ ভ্যানে গিয়ে উঠে পড়েন তিনি।

ফরিদুলের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি চুরির মামলা আছে। পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া পুলিশ হেফাজত থেকে কীভাবে চোর পালিয়ে গেল তা নিয়ে ইতোমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

এসএস