দেড় কোটি খরচ করে অস্ত্রোপচার, তিন ইঞ্চি লম্বা হলেন তিনি
খাটো হওয়ায় নিজেই নিজের ওপর বিরক্ত ছিলেন। মনে মনে তীব্র ইচ্ছা হতো যদি কোনোভাবে লম্বা হতে পারতেন। আর সেই ইচ্ছা পূরণে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি খরচ করেছেন দেড় কোটির বেশি টাকা। এত অর্থ খরচ করে তিন ইঞ্চি লম্বা হয়েছেন তিনি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দেড় কোটিরও বেশি টাকা খরচ করা ব্যক্তির নাম রয় কন। বয়স ৬৮। নিজের উচ্চতা বাড়াতে জটিল অস্ত্রোপচার করান তিনি। আর এজন্য খরচ করেন ১ লাখ ৩০ হাজার পাউন্ড। বাংলাদেশি অর্থে যা প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা।
বিজ্ঞাপন
ডেইলি স্টার আরও জানিয়েছে, রয় কনের উচ্চতা ছিল ৫ ফুট ৬ ইঞ্চি। এ নিয়ে হতাশ ছিলেন তিনি। এ কারণে উচ্চতা বাড়াতে পা লম্বা করার কঠিন ও কষ্টসাধ্য অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার শেষে এখন তার উচ্চতা দাঁড়িয়েছে ৫ ফুট ৯ ইঞ্চিতে।
রয় কনের জটিল এ অস্ত্রোপচারটি করেছেন কসমেটিক সার্জন ডাক্তার কেভিন দেবিপ্রসাদ। তিনি পা লম্বা করানোয় বিশেষজ্ঞ। দেবিপ্রসাদ তার ক্লিনিকটি চালান লাস ভেগাসে। তার কাছে লম্বা হতে আসেন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং মেটার মতো প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
কেন বৃদ্ধ বয়সে এমন জটিল অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্ন করা হয় রয় কনের কাছে। উত্তরে তিনি বলেন, ‘উচ্চতা বড় কোনো ইস্যু ছিল না। কিন্তু এটি এমন একটি বিষয়টি ছিল যখন আমি তরুণ ছিলাম তখন থেকেই আমার মনে আসত। সে সময় সুযোগ হয়নি। কিন্তু এখন (বৃদ্ধ বয়সে) সেই সুযোগ আসায় কাজে লাগিয়েছি।’
অন্যদিকে অস্ত্রোপচারের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘অস্ত্রোপচার করতে খুব বেশি সময় লাগেনি। কিন্তু অস্ত্রোপচার পরবর্তী সময় সেরে ওঠার সময়টা অনেক দীর্ঘ ছিল।’
ডাক্তার দেবিপ্রসাদ বলেছেন, পা লম্বা করার প্রক্রিয়াটি কয়েক মাস সময় নেয়। কারণ প্রতিদিন মাত্র এক মিলিমিটার করে উচ্চতা বাড়ে। এক ইঞ্চি উচ্চতা বাড়তে ২৫ দিনের মতো সময় লাগে। তিন ইঞ্চি উচ্চতা বাড়তে আড়াই বা তিন মাসের মতো লাগে।
এই কসমেটিক ডাক্তার আরও জানিয়েছেন, লম্বা হওয়ার পুরো প্রক্রিয়া শেষ করতে ৭০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৫০ হাজার পাউন্ডের মতো খরচ হয়। এটি নির্ভর করে রোগী ৩,৪,৫ নাকি ৬ ইঞ্চি লম্বা হতে চান এর ওপর।
সূত্র: এনডিটিভি
এমটিআই