পৃথিবীর হাতে গোনা যে কয়েকটি দেশে সাধারণ মানুষ অস্ত্র কিনতে ও বহন করতে পারেন তাদের একটি হলো যুক্তরাষ্ট্র। যদিও দেশটির বেশিরভাগ মানুষ অস্ত্র কিনে সেগুলো বাড়িতেই সংরক্ষিত রাখেন। আর কিছু মানুষ অস্ত্র নিয়ে বাইরে যান।

তবে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চালানো একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এখন অস্ত্র নিয়ে চলাচলকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের গবেষণায় ওঠে এসেছে, ২০১৫ থেকে ২০১৯ সাল এই চার বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।

গবেষণায় আরও পাওয়া গেছে, ২০১৯ সালে প্রায় ৬০ লাখ অস্ত্রধারী প্রতিদিন অস্ত্র নিয়ে বের হতেন। ২০১৫ সালে সংখ্যাটি ছিল ৩০ লাখের কাছাকাছি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ রোহানি-রাহবারের নেতৃত্বে গবেষণাটি চালানো হয়েছে। তিনি বলেছেন, ‘যাদের অস্ত্র আছে এবং যারা অস্ত্র নিয়ে চলাচল করেন এ দুয়ের মধ্যে যারা অস্ত্র নিয়ে চলাচল করেন তাদের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেড়েছে।’

যুক্তরাষ্ট্রে যাদের কাছে অস্ত্র আছে তারা কেন অস্ত্র নিয়ে বাইরে চলাচল করেন সেটির কারণ জানতে ২ হাজার ৪০০ মানুষের ওপর জরিপ চালানো হয়।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৭০ ভাগ জানান, অন্যের হাত থেকে নিজেকে রক্ষার উদ্দেশ্যে তারা গুলিসহ অস্ত্র বহন করেন। এছাড়া কেউ কেউ বন্য প্রাণী এবং কাজের জন্য অস্ত্র নিয়ে চলাচল করেন। এছাড়া জরিপে ওঠে এসেছে, কৃষ্ণাঙ্গদের চেয়ে শেতাঙ্গরা (প্রতি চারজনে তিনজন) বাইরে অস্ত্র নিয়ে বেশি চলাচল করেন এবং তাদের বেশিরভাগের বয়স ১৮-৪৪ বছর।

সূত্র: এনডিটিভি

এমটিআই