ভারতের কোনা এক্সপ্রেসওয়েতে গতি কমিয়ে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহর। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গাড়ি বহরের গতি কমিয়ে পর পর তিনটি অ্যাম্বুলেন্সকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে হেলিকপ্টারে ডুমুরজলা হেলিপ্যাডে নামেন মমতা। সড়কপথে ড্রেনেজ ক্যানাল রোড হয়ে হ্যাংস্যাং মোড় থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের উদ্দেশে রওনা দেয় তার গাড়ি বহর। হ্যাংস্যাং পৌঁছতেই কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি থেকে আসা তিনটি অ্যাম্বুলেন্স গাড়ি বহরের পেছনে পড়ে যায়। পরে গাড়ি বহরের গতি কিছুটা কমিয়ে অ্যাম্বুলেন্সগুলোর গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেন মুখ্যমন্ত্রী। 

হাওড়া সিটিতে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন তার গাড়ি বহরের জন্য যেন অ্যাম্বুলেন্সকেগুলোকে আটকানো না হয়। সে জন্যই তিনটি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অনলাইন

/এফকে/