মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনায় ক্ষতিই দেখছেন রাহুল
ভারত জোড়ো যাত্রায় তার ভূমিকা নিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনায় টানা অনুচিত বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এই ধরনের তুলনা টানা অর্থহীন বলেও মনে করেন তিনি। এছাড়া তুলনা না টেনে আগামী দিনে কংগ্রেসের কী করা উচিত, তা নিয়ে ভাবার পরামর্শ দেন রাহুল।
গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শততম দিন অতিক্রম করেছে। বর্তমানে যাত্রা চলছে রাজস্থানে। স্বাধীন ভারতে এই ধরনের যাত্রার তেমন নজির নেই। আর তা নিয়ে কংগ্রেসের একাংশ রাহুলের সঙ্গে মহাত্মা গান্ধীরও তুলনা করতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
জাতির জনকের সঙ্গে তুলনা টানার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল। শুধু ক্ষোভ নয়, একই সঙ্গে বিরক্তও তিনি। এই ধরনের তুলনা করায় যাত্রার আসল গুরুত্ব হ্রাস পাবে বলে মনে করছেন রাহুল।
এ ব্যাপারে রাহুল বলেন, মহাত্মা গান্ধীর সঙ্গে কারোর তুলনা করা ঠিক নয়। তিনি ভারতের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। দশ-বারো বছর পর্যন্ত জেলে ছিলেন। কেউ তার ধারে-কাছে পৌঁছাতে পারবেন না বলে মনে করছেন কংগ্রেস সাংসদ।
বিজ্ঞাপন
এখানেই থেমে থাকেননি রাহুল। তুলে ধরেন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর কথাও। বক্তব্য রাখতে গিয়ে সাবেক কংগ্রেস সভাপতি বলেন, ইন্দিরা, রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন। এই মুহূর্তে কোনো পরিস্থিতিতেই তাদের সঙ্গে অন্য কারোর তুলনা টানা অনুচিত। এই নেতারা যেভাবে আত্মত্যাগ করেছেন তার নজির মেলা কঠিন বলে মনে করছেন রাহুল। স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতাদের সঙ্গে আজকের কংগ্রেস নেতাদের তুলনা অনুচিত বলে কর্মীদের পরামর্শ দেন তিনি।
মহাত্মা গান্ধীর সঙ্গে রাহুলের তুলনা নিয়ে শোরগোল উঠতে পারে বলে কংগ্রেসের একাংশের আশঙ্কা। যদিও বিজেপি এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে, শোরগোল ওঠার আগে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি সোনিয়া পুত্র। ভারতের ঐক্য ও সম্প্রতি বিপন্ন হাওয়ার মুখে বলে দাবি করেন রাহুল। এ ব্যাপারে বিজেপি ও সংঘ পরিবারের দিকে আঙুল তুলেছেন তিনি।
তবে এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে দলের অনেক লাভ হয়েছে বলে মনে করছেন কংগ্রেস নেতা সঞ্জয় ঝা। এতে মানুষের সঙ্গে কংগ্রেসের সংযোগ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে তিনি। এর সুফল আগামী বছরের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পাবে বলেও আশা প্রকাশ করেছেন ওই কংগ্রেস নেতা।
কেএ