ভারতের ওডিশা প্রদেশের বিলাসবহুল একটি হোটেলের ৩ তলা থেকে পড়ে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও রুশ আইনপ্রণেতা পাভেল অ্যান্তভের মৃত্যু হয়েছে। শনিবার তিনি ওডিশার তিন-তারকা সাই ইন্টারন্যাশনাল হোটেলের তিন তলার জানালা দিয়ে পড়ে গিয়ে মারা যান বলে কলকাতায় নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল জানিয়েছেন। এ নিয়ে ওডিশার ওই হোটেলে দু’দিনের ব্যবধানে দুই রুশ পর্যটকের রহস্যজনক মৃত্যু হলো।

রাশিয়ার অন্যতম ধনকুবের পাভেল অ্যান্তভ নিজের ৬৬তম জন্মদিন উদযাপনের জন্য ওডিশার রায়গড়ে এসেছিলেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র সমালোচনা করে ব্লগ লেখার পর দেশটিতে ব্যাপক চাপের মুখে পড়েছিলেন তিনি।

প্রশাসনিক চাপের মুখে পুতিনের সমালোচনা করে দেওয়া পোস্টের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। ব্লগে ইউক্রেন যুদ্ধকে রুশ ‘সন্ত্রাস’ বলে অভিহিত করেছিলেন পাভেল। পরে নিজেকে ‘পুতিনের সমর্থক’ হিসেবে দাবি করেন তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার ওডিশায় ঘুরতে আসা পাভেলের আরেক পুরুষ সঙ্গীর রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে ওডিশা কর্তৃপক্ষ জানায়। এর দুদিন পর শনিবার রাশিয়ার ধনকুবের এই আইনপ্রণেতার প্রাণহানি ঘটেছে।

কলকাতায় নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন দেশটির বার্তা সংস্থা তাসকে বলেছেন, পাভেল অ্যান্তভ ওডিশা রাজ্যের রায়গড়ের একটি হোটেলের জানালা থেকে ‘পড়ে’ গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার ‘মাংস মুুঘল’ পাভেল অ্যান্তভ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। পরে ভারতীয় গাইড তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই আইনপ্রণেতার সঙ্গে যে চারজন ওডিশায় ছুটি কাটাতে আসেন তাদের মধ্যে ভ্লাদিমির বুদানোভ (৬১) নামের আরেক রাশিয়ান ছিলেন। গত বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এই দলের বাকি দু’জনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন রুশ কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন।

তিনি বলেন, রায়গড়ের হোটেলে চারজনের একটি ট্যুর গ্রুপ অবস্থান করছিল। বৃহস্পতিবার ভ্লাদিমির বুদানোভ নামের একজন মারা যান। এর দুদিন পর শনিবার রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের আইনসভার ডেপুটি পাভেল অ্যান্তভ জানালা দিয়ে নিচে পড়ে মারা গেছেন।

ওডিশার তিন-তারকা সাই ইন্টারন্যাশনাল হোটেলে অ্যান্তভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ভ্লাদিমির আইনসভার ভাইস স্পিকার ভ্লাদিস্লাভ কার্তুখিন। অ্যান্তভ তার স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।

২০১৯ সালে ফোর্বস রাশিয়া জানিয়েছিল, রুশ আইনপ্রণেতা পাভেল অ্যান্তভের ঘোষিত বার্ষিক আয়ের পরিমাণ ১৩০ মিলিয়ন ইউরো। যে কারণে তাকে আয়ের দিক বিবেচনায় রাশিয়ার সবচেয়ে ধনী আইনপ্রণেতা হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: ডেইলি মেইল।

এসএস