ভারতে করোনার ন্যাসাল ভ্যাকসিন ইনকোভ্যাক-এর দাম চূড়ান্ত করেছে সরকার। ভ্যাকসিনের প্রতি ডোজের দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। সবমিলিয়ে ভ্যাকসিনের দাম পড়বে ৮৪০ টাকা।

আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবে ইনকোভ্যাক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোর পরিষেবা মূল্য যোগ হবে। তাই সব খরচ ধরে ন্যাসাল ভ্যাকসিনের প্রতিটি ডোজ নেওয়ার খরচ দাঁড়াতে পারে এক হাজার টাকার কাছাকাছি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের পক্ষ থেকে এর দাম ১০০০ টাকা রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল। যদিও তার থেকে দাম কিছুটা কমই রাখা হচ্ছে। 

যারা এখনও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেননি, তারাও বুস্টার ডোজ হিসেবে এই ন্যাসাল ভ্যাকসিন নিতে পারবেন। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার জন্য শরীরে সুঁচ ফোটাতে হবে না। নাকে ড্রপ নিলেই এই ভ্যাকসিনের করোনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। ফলে যাদের শরীরে সুঁচ ফুটিয়ে ভ্যাকসিন নিতে ভয়, তারাও সহজেই এই ভ্যাকসিন নিতে পারবেন। কোউইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে এই ভ্যাকসিন নেওয়া যাবে।

সূত্র : নিউজ১৮

জেডএস