ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজাধানী মুম্বাইয়ে মেট্রোরেলের দরজায় জামা আটকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দরজায় জামা আটকে যাওয়া ওই নারীকে টেনে-হিঁচড়ে প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল মেট্রোরেল।

গত ২১ অক্টোবর বিকেল ৪ টা ১০ মিনিটে মুম্বাইয়ের চাকালা স্টেশনে ঘটেছিল এ দুর্ঘটনা; আর এই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রেল গাড়িটির নাম মেট্রো ওয়ান। আজ মঙ্গলবার মেট্রো ওয়ানের বিরুদ্ধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব ও অবহেলার অভিযোগ তুলে ওই নারী পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর পর ভারতের সংবাদমাধ্যমে ওই ঘটনার খবর প্রকাশিত হয়, এ সংক্রান্ত ভিডিও ফুটেজটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধমে।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী যাত্রী মেট্রোকোচে ওঠার চেষ্টা করার সময় কোচের দরজা বন্ধ হয়ে তার জামা আটকে যায়। এতে তিনি বাইরেই থেকে যান, কয়েক সেকেন্ডের মধ্যে রেলটিও চলতে শুরু করে।

শুরুর দিকে ওই নারী আটকে থাকা জামার অংশ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এদিকে ট্রেনের গতি বাড়তে থাকায় এক পর্যাসে সেটি তাঁকে টেনে নিয়ে যেতে থাকে।

কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক যাত্রী ট্রেনে নিরাপত্তারক্ষীদের কেবিনের দরজায় ধাক্কা দিয়ে তাঁদের ঘটনাটি জানানোর চেষ্টা করছিলেন। ভিডিওচিত্রে আরেকজন যাত্রীকে দেখা গেছে দৌড়ে গিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে চলন্ত ট্রেনের গতির সঙ্গে তিনি পেরে ওঠেননি তিনি। ট্রেনটি ওই নারীকে টানতে টানতে একেবারে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে যায়।

তারপর তাকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিডিওতে আরও দেখা গেছে, ওই যাত্রীকে উদ্ধার কিংবা তাৎক্ষণিক ট্রেন থামাতে চালককে সতর্ক করার জন্য কোনো নিরাপত্তাকর্মী স্টেশনে উপস্থিত ছিলেন না।

আহত হওয়া নারীর নাম গৌরী কুমারী সাহু। তাকে মুম্বাইয়ের আন্ধেরি এলাকার সেভেন হিল হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বাই মেট্রো ওয়ানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার চিকিৎসার খরচ দিয়েছে।

ইতোমধ্যে মেট্রো ওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে চাকালা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাহু। সেখানে তিনি বলেছেন—মেট্রো ওয়ান কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। আর সে কারণেই তাঁকে গুরুতর আহত হতে হয়েছে।

এসএমডব্লিউ