ছবি : গালফ নিউজ

অনিয়মের অভিযোগে ২০২২ সালে সৌদিতে ১৯৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

বন্ধ করে দেওয়া এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে আছে ১০টি হাসপাতাল, ১৩৫টি মেডিকেল কমপ্লেক্স, ৯টি ফার্মেসি, এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৪০টি প্রতিষ্ঠান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের গোটা বছর দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে বিশদভাবে জানতে মাঠপর্যায়ে প্রায় ৭ লাখবার সফর করেছে মন্ত্রণালয়ের পরিদর্শক দল। এসব সফরে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া একই কারণে জরিমানা বা অর্থদণ্ড দেওয়া হয়েছে ৪১ হাজার ৭৯১টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ২ হাজার ৪২০ জন স্বাস্থ্যকর্মীকে।

বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকার সৌদি নাগরিক ও এই দেশে বসবাসকারীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধ করতে পরিদর্শক দলের সফর চলতি ২০২৩ সালেও অব্যাহত থাকবে।’

এসএমডব্লিউ