আয় বাড়ানোর উদ্দেশে এবার বিজ্ঞাপনের ওপর জোর দিয়েছে ভারতের কলকাতার মেট্রোরেল। যার ফলে বেড়েছে রেকর্ড পরিমাণে আয়।

কলকাতার সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, গত বছর ১ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রির বাইরেও ৩৪টি স্টেশন থেকে মেট্রোরেলের আয় হয়েছে ২১ কোটি ৮৩ লাখ টাকা। যা আঞ্চলিক রেলওয়েগুলোর মধ্যে পঞ্চম স্থানে পৌঁছে দিয়েছে মেট্রোকে। গত ২০২১‌‌ থেকে ২০২২ সালের আর্থিক বছরের ৯ মাসে এ খাতে আয় বেড়েছে ১১৮ শতাংশ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রোর পথে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়েছে। গন্তব্যে দ্রুত পৌঁছাতে মেট্রোরেলের পথকেই বেছে নিচ্ছেন যাত্রীরা। ফলে টিকিট বিক্রির পাশাপাশি বিজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমেও আয় বাড়াচ্ছে কলকাতার মেট্রো। এর মধ্যে রেলের ভেতর ও বাহিরে বিজ্ঞাপন, হোর্ডিং, স্টেশনে স্বাস্থ্য পরীক্ষার কিয়স্ক স্মার্ট কার্ড ব্র্যান্ডিং, টোকেন ব্র্যান্ডিং, রেললাইনের পাশে দেয়ালে বিজ্ঞাপনসহ বিভিন্ন পর্যায় থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়াতে জোর দিয়েছে কলকাতার মেট্রোরেল।

এফকে